এই সব গোঁয়ার-গোবিন্দরা আগেও ছিল এবং তাদের বংশ্বধরেরা এখনো আছে। এরাই যুগ যুগ ধরে বিভিন্নরকম হটকারী সিদ্ধান্ত নিয়ে রক্ত ঝড়ায়। তারা সুকৌশলে ছলাকলায় ঠিক শকুনি মামাদের মত ভুলিয়ে ভালিয়ে ধ্বংসের পথ দেখায়। কিন্তু সময় এখন তাদের থেকে সরে এসেছে। এখন সময় আমজনতার। প্রতিজ্ঞাবদ্ধ আমজনতা বুকের রক্তে গোঁয়ার-গোবিন্দদের হটকারী সিদ্ধান্ত রুখে দিয়ে সুন্দরবন,প্রকৃতি,পরিবেশ ,নদী-নালা কে রক্ষা করবেই।
Saturday, 30 July 2016
বার ফিরে আসে গোঁয়ার-গোবিন্দরা
প্রাচীন জনপদ গৌড় বা এখনকার আমাদের সিলেটে এক রাজা গোবিন্দ চন্দ্র বাস করতো। তিনি ছিলেন যেমন অনমনীয় তেমনি দুঃসাহসিক হটকারী সিদ্ধান্ত নেওয়ার কারণে মুসলিম সুলতানগণ তাকে গোঁয়ার-গোবিন্দ বলে আখ্যায়িত করেছিলেন।গোঁয়ার শব্দের অর্থ দুঃসাহসী ,মাস্তান প্রকৃতির ব্যাক্তি। হটকারী অর্থেও গোঁয়ার শব্দটি ব্যবহার করা হতো।স্বভাবতই এই তখন গৌড়ের সেই রাজাকে গোঁয়ার-গোবিন্দ নামটি যুৎসই ছিল। তবে রাজা গোবিন্দ কত সালে কিংবা কত খ্রিস্টাব্দে প্রাচীন জনপদ গৌড় বা আজকের সিলেট শাসন করেছিল সেটি নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। কেননা গোবিন্দ চন্দ্র নামে বেশ কয়েকজন রাজা ছিল সেখানে। ধরেই নিচ্ছি তাদের মধ্যে একজন ছিল গোঁয়ার গোবিন্দ। অবশ্য আরো একটি প্রচলিত মতবাদ আছে এই গোঁয়ার গোবিন্দ নিয়ে। সেটি হচ্ছে কুশিয়ারা নদীর তীরবর্তী স্থানে বাস করতো এক আঁখ চাষি 'কুইয়ার' বা কয়ার বা গয়ার জাতিদের দলপতি গোবিন্দ চন্দ্র। শোনা কথা যে , এই দলপতি গোবিন্দ চন্দ্রের ছিল অসীম সাহস। ছিল কূটকৌশল আর বুদ্ধিবল।তার এই কূটকৌশল ও বুদ্ধিবলেই সিলেটের কোনো এক স্থানে তিনি ছোট এক রাজ্যের গোড়াপত্তন করেছিলেন। মনে করা হয় এই গয়ার জাতির এই দুঃসাহসিক দলনেতার কারণে অন্য রাজা-বাদশারা তাকে গোঁয়ার-গোবিন্দ বলে আখ্যায়িত করেছিলেন।কালের বিবর্তনে এই গোঁয়ার দলপতি কিংবা এই গোবিন্দ চন্দ্ররা হারিয়ে গেলেও তাদের রক্ত এখনো যে বইছে কিছু মানুষের ভেতর এটা বাস্তবিক। বিজ্ঞান তো তাই বলে। কয়েকদিন আগেও এমন এক গোঁয়ার- গোবিন্দের মিল খুঁজে পাই প্রাচীন জনপদ গৌড় তথা এখনকার আমাদের সিলেটেরই একজন মন্ত্রী মহোদয়ের কথা শুনে। মাইন্ড করবেন না মন্ত্রী মহোদয় বিকজ ইউ ডোন্ট কেয়ার। আপনার মতে কয়লা যেমন সস্তা তেমনি আপনার কাছে সস্তা এই দেশ,মাটি ,মানুষ প্রকৃতি সব কিছুই। কিন্তু আমাদের কাছে আমাদের মা যেমন আপন তেমনি আমাদের এই দেশটিও অনেকবেশি দামি।সুন্দরবনের কাছে রামপালে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎকেন্দ্রের কথা চিন্তা করছেন তা ভুলে যান।
Subscribe to:
Post Comments (Atom)
Titanium lug nuts | Titanium Art
ReplyDeleteThe tip is a titanium belly rings tip-stake razor made of titanium-lined titanium bike frame aluminum. The titanium vs ceramic flat iron tip is made of aluminium oxide coated with titanium dioxide a titanium price per ounce long handle, which acts as a